Acetic Acid
প্রদর্শক লক্ষনঃ-
০১. প্রচুর পিপাসা, প্রচুর পানি পান, প্রচুর প্রস্রাব এবং প্রচুর নৈশ ঘর্ম ও দূর্বলতা।রক্তহীন ফ্যাকাসে, শুষ্ক ও শীর্ন—প্রধান নির্দেশক লক্ষন।
০২. শোথ রোগীর অঙ্গ-প্রত্যঙ্গ অত্যন্ত শীর্ন, কিন্তু পা ও উদর ফোলা। বহুমূত্র রোগে প্রবল পিপাসা, কিন্তু জ্বরে পিপাসাহীন।
০৩. দারুন রক্তহীন ও তৎসহ কিছু কিছু ফোলাভাব, অতি দূর্বলতা, পূনঃপূনঃ মূর্ছা, শ্বাষকষ্ট, হৃদপ্রদেশে দূর্বলতা, বমন, প্রচুর প্রস্রাব, প্রচুর পিপাসা এবং যে কোন যন্ত্র হতে রক্তস্রাব ইত্যাদি লক্ষনে এটি প্রায় নিস্ফল হয় না। দূর্বলতা ও ক্ষয় হওয়া এ ঔষধের যেন সর্বদিকের সাথী।
০৩. ক্ষয়কারী রোগাক্রমন ও দূর্বলতা। বিশেষ করে সার্জিক্যাল আঘাত, অচেতন করার পর হতে মারাক্তক অবস্বাদ গ্রস্ততার ক্ষেত্রে এটি মহৌষধ।
০৪. চিৎ হয়ে শুইতে অক্ষমতা, উপুড় হয়ে ঘুমায়।
No comments:
Post a Comment