যে-সব নারী শিশুকে বুকের দুধ খাওয়ান, তাদের বুকে যথেষ্ট দুধ
উৎপন্ন না হলে অনেক সময় শিশুদের জীবন নিয়ে টানাটানি শুরু
হয়ে যায়। এজন্য ঔষধের পাশাপাশি দুধ, কলা, মিষ্টি, গুড়া মাছ প্রভৃতি
খাবারও যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত।
০২. একটি ঔষধের সহিত অপর ঔষধের সম্বন্ধ ও ক্রিয়াকাল ➽ আরোগ্য কারী ঔষধের নাম - এসেটিক এসিড ।
➟ পরিপূরক ঔষধের নাম - চায়না ।
➟শত্রুভাবাপন্ন ঔষধের নাম - বোরাক্স , কষ্টিকাম , নাক্স , রানান বাল্ব ,
সারসা।
০৩. জণ্ডিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সারসা।
সংজ্ঞা ( Definition ) - ইহার অপর নাম কামলা, ন্যাবা । যকৃতের
পিত্ত নিঃসরণ ক্রিয়ার স্বল্পতা অথবা অবরুদ্ধতাবশতঃ রক্তসহ পিত্ত মিশ্রিত
হয়ে শারীরিক রক্ত মধ্যে সঞ্চালিত হয়ে শরীরস্থ চর্ম, চোখের শ্বেত বর্ণ স্থান,
মুত্র পীত বর্ণ হলে তাকে জণ্ডিস বলে । জণ্ডিস নিজে কোন রোগ নয়,
যকৃতের নানা প্রকার রোগের উপসর্গ মাত্র ।
০৪. ঔষধের উৎস ও ক্রিয়াক্ষেত্র
ক্যান্থারিস(Cantharis Vasi)-
স্পেনদেশীয় একপ্রকার ক্ষুদ্র মাছির টিংচার ---- কিড্ নী , মূত্রনালী ও
চর্ম্মের উপর ইহা প্রধান ক্রিয়া !
চর্ম্মের উপর ইহা প্রধান ক্রিয়া !
No comments:
Post a Comment