ঔষধের উৎস ও ক্রিয়াক্ষেত্রঃ-
ক্যান্থারিস(Cantharis Vasi)-
স্পেনদেশীয় একপ্রকার ক্ষুদ্র মাছির টিংচার ---- কিড্ নী , মূত্রনালী ও চর্ম্মের উপর ইহা প্রধান ক্রিয়া !
প্লাটিনা(Platinum)-
ধাতু, ইহা হইতে ট্রাইটুরেসন আকারে ঔষধ প্রস্তুত হয় --ব মূল্যবান ঔষধ ,জড়ায়ু , ডিম্বকোষ, মস্তিষ্ক,স্নায়ু ইত্যাদির উপর ইহার প্রধান ক্রিয়া
প্লম্বম মেট ( Plumbum Met.)-
সীসা হইতে ট্রাইটুরেসন আকারে ঔষধ প্রস্তুত হয় ---- রক্ত, পরিপাক যন্ত্র ও নার্ভাস system - এর উপর ইহার প্রধান ক্রিয়া !
সোরিণাম(Psorinum)-
পাঁচড়ার পূঁজ হইতে এ ঔষধ প্রস্তুত হয়-- ইহা একটি নোসোড্ স ঔষধ এবং গভীর ক্রিয়াশীল এন্টিসোরিক, সাইকোটিক, সিফিলিটিক ও টিউবারকুলার ঔষধ ! সালফার প্রয়োগে কোনও উপকার না হইলে - সোরিণামে উপকার হয় ! বহুদিনের কোন পুরাতন ব্যাধিতে যখন সুনির্ব্বাচিত ঔষধে উপকার না হয় অথবা স্থায়ীভাবে ক্রীয়া না করে, কিম্বা সালফারের লক্ষন থাকিয়া সল্ ফার প্রয়োগেও কিছুমাত্র উপকার না হয়, তখন সোরিণামে উপকার হওয়া সম্বব( সালফারের রোগীর গরম ও সোরিনামের রোগীর ঠান্ডা সহ্য হয় না )
সিফিলিয়াম(Syphilinum)-
ক্ষতের বিষ হইতে এই ঔষধটি প্রস্তুত হয় ! ইহা একটি নোসোডস ও এন্টি সিফিলিটিক জাতীয় ঔষধ।
কোন রোগের সংক্রামক বিষ, পূঁজ কিম্বা বীজ হইতে সেই রোগের ঔষধ প্রস্তুত হইলে তাহাকে ইংরেজীতে -- নোসডস(Nosodes) কহে !
আজকাল উক্তপ্রকার অনেক নোসোডস ঔষধ আবিষ্কর হইয়াছে, তন্মধ্যে ---- এনথ্যাসিনাম, ব্যাসিলিনাম, টিউবার্কিউনাম, সোরিণাম, ভেরিওলিনাম, ভ্যাক্রিনিনাম ও মেডোহ্রিণাম ইত্যাদি !
মেডোহ্রিণাম( Medorrhoenum)-
ইহা একটি নোসোডস জাতীয় ঔষধ ! প্রমেহের পূঁজ হইতে ইহা প্রস্তুত হইয়া থাকে! প্রমেহ পীড়ায় যথারীতি চিকিৎসা না হইয়া কিম্বা প্রমেহস্রাব বন্ধ হইয়া নানাপ্রকার স্বাস্থ্যের অপকর্ষতা ঘটিতে থাকিলে ইহার দ্বারা বিশেষ উপকার হয় ! এই ঔষধটি বাতরোগের প্রায় একপ্রকার মহৌষধ বলা যাইতে পারে !.
No comments:
Post a Comment