Baryta Carb
প্রদর্শক লক্ষনঃ-
০১. জীবনের উভয় প্রান্তে উপযোগী ঔষধ। মানসিক ও দৈহিক দূর্বলতা ও খর্বতা।রোগী বাড়ে না। প্রায় জড়বুদ্ধি(শিশু), ক্ষীন দেহ ও কম্পমান। বৃদ্ধ শিশু স্বভাবযুক্ত।চিন্তা শক্তিশূন্য, স্মৃতি শক্তির অভাব বা বিলোপ।
বেটে শিশুদের রোগ। মন ও দেহ দূর্বল, বাড়ে না, গ্রন্থি বৃদ্ধির প্রবনতা, মন ওদেহ উভয়েরই অসম্পূর্ন পরিপুষ্টি।মনের দূর্বলতার ফলে জড়বুদ্ধি দেখা দিতে পারে।ঔষধটি আবার সমভাবে উপযোগী শারিরীক মাসিক দূর্বলতা যুক্ত বার্ধক্যে।রোগী দূর্বল, কম্পমান, শিশুভাবাপন্ন নির্বোধ আচরন করে।
০২. টনসিল প্রদাহিত হয়, ফোলে পুনঃ পুনঃ ঠাণ্ডা লাগলেই পাকে।পরে পুরাতন আকারে যাপ্য হয়ে থাকে।
০৩. গ্রন্থিগুলো ফুলে রসপ্রসেক হয়। গ্রীবা, কর্নমূল, নিম্ন হনু, কুচকি, লসিকাগ্রন্থি এবং পেটের ভিতরের গ্রন্থিগুলো বর্ধিত হয়ে থাকে।সময় সময় পুজোৎপত্তি।
০৪. পায়ের পাতায় দূর্গন্ধ ঘাম।তাতে পায়ের আঙ্গুল ও পদতল ক্ষতযুক্ত হয়। পায়ের ঘাম রূদ্ধ হয়ে গলরোগ।
০৫. অতিশয় ঠাণ্ডা অনুভূতি সম্পন্না।
No comments:
Post a Comment