MM Alimina

 Alimina


প্রদর্শক লক্ষনঃ-

১. এর প্রধান চরিত্রগত লক্ষন বিশেষ প্রকৃতির কোষ্ঠবদ্ধতায়। সরলান্ত্র নিষ্চেষ্ট, নরম মলও বের করতে কষ্ট হয়(শুষ্ক ক্ষীনকায় রোগীর পক্ষে উপযোগী)।এটি টাইফয়েড জ্বরে অন্ত্র হতে রক্তস্রাবে একটি উৎকৃষ্ট ঔষধ।রক্ত যকৃতের ন্যায় বড় বড় চাপ আকারে নির্গত হয়। ব্রায়োনিয়া এর অনুপুরক।



০২. স্ত্রী লোকদের রক্তশূন্যতা, শ্বেতসার, খড়িমাটি, কাঠ-কয়লা ইত্যাদি খেতে চায়।নিম্নাঙ্গে ভারবোধ, দূর্বলতা যেন বসে পড়তে হয়।পায়ের গোড়ালির অবসতা। প্রভূত প্রদরস্রাব, সেই সাথে কোষ্ঠবদ্ধোতা।ঋতুস্রাবের পর অবসন্ন ও ফ্যাকশে হয়ে পড়ে।স্রাব পায়ের গোড়লী পর্যন্ত গড়িয়ে পড়ে।এরূপ লক্ষনযুক্ত নারীর পক্ষে এটি শ্রেষ্ঠ ঔষধ।



০৩. এতে পাণ্ডুর রোগে আলু খেতে চায় না।নেট্রাম মিউরে রুটি খেতে চায় না।পালসে চর্বিযুক্ত খাদ্য ও পিষ্টকাদি কখতে পারে না। পালসের রোগী ক্রন্দনশীল ও শ্লেম্মা প্রধান, এলুমিনার রোগী শুষ্ক-ক্ষীনকায়।  


No comments:

Post a Comment