MM Ammonium Carbonicum

 Ammon Carb

প্রদর্শক লক্ষনঃ-
০১. প্রাতে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্তপাত।
০২. দূর্বল, রক্তশূন্য ও থলথলে গঠনের নারী, যারা কোমলাঙ্গী সহজে মূর্ছা যায়।।দূর্বলতার জন্য প্রতিক্রিয়া হয় না। সর্বদা স্মেলিং সল্ট শোকার প্রবৃত্তি।
০৩. গ্রন্থি সমূহে গ্যাংগ্রীন জন্মাবার প্রবনতা। যেমনঃ স্কার্লেটিনা(এতে রোগীর দেহ অত্যন্ত লাল এমন কি নীলাভ লাল হয়) কর্নমূল গ্রন্থির স্ফিতিতে।
০৪. নতুন বা পুরাতন নাক বন্ধকারী শুষ্ক সর্দির পক্ষে উৎকৃষ্ট ঔষধ। রোগীর লক্ষন রাতে বাড়ে, মুখ হা করে নিঃশ্বাস নিতে হয়।
০৫. মৃগী রোগে অজ্ঞান রোগীদের মাদার টিংচার শোকালে জ্ঞান ফিরে আসে।

No comments:

Post a Comment