MM Iodium

Iodium

প্রদর্শক লক্ষনঃ-

০১. রাক্ষুসে ক্ষুধাঃ- প্রবল ক্ষুধা, সর্বদা খাই খাই ভাব।প্রচুর আহার সত্বেও শরীর শীর্ণ হতে থাকে(পায়ের দিক হতে শুকায়- অ্যাব্রোটেনাম, ঘাড়ের পিছন থেকে শুকায়- নেট্রাম মিউর)। আহারকালে ও আহারের পর উপশমবোধ।

০২. স্তনগ্রন্থি শুকিয়ে যাওয়াঃ- দেহের সকল গ্রন্থির বৃদ্ধি, কিন্তু স্তনগ্রন্থি শুকিয়ে যায় ও ঝুলে যায়।

০৩. কাল চুল ও কাল চোখ বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।রোগী গরম সহ্য করতে পারে না, এতে সকল যন্ত্রনা বৃদ্ধি পায়।ঠাণ্ডা পছন্দ করে ও ঠাণ্ডায় ভাল থাকে।মাসিক উৎকণ্ঠা ও অস্থিরতা, শান্ত থাকলে উদ্বেগ দেখা দেয়।তাই কোন না কোন তকছুতে ব্যাস্ত থাকে।আত্বহত্যা বা খুন করার ইচ্ছা।

০৪. জরায়ূ ক্যন্সার, জরায়ূ হতে প্রচুর রক্তস্রাব।পুরাতন প্রদর স্রাব, তা প্রচুর পরিমানে হয় এবং এতই ক্ষতকর যে কাপড়ের যেখানে লাগে সেখানেই ছিদ্র হয়ে যায়।

০৫. ক্রুপকাশি- ঝিল্লী যুক্ত ক্রপ।সাই সাই , হিস হিস, করাত টানার ন্যায় শব্দ।শুষ্ক ঘড়ঘড়ে কাশি।কাশবার সময় শিশু হাত দিয়ে গলা চেপে ধরে।

০৬. সিড়ি দিয়ে উঠতে এতো দূর্বলতাবোধ যে, বুঝি দম বন্ধ হয়ে যাবে(ক্যাল্কে)।

০৭. দেহের সর্বত্রই একটি স্পন্দনের অনুভূতি।মনে হয় যেন হৃৎপিণ্ডটা লোহার হাত দিয়ে চেপে ধরে আছে।

No comments:

Post a Comment