Jalapa
০১. প্রধান প্রদর্শক লক্ষন হল, শিশু সারা দিন ভাল থাকে, আর সারা রাত চিৎকার করে কাদে ও অিস্থিরভাবে কাটায়। সেই সাথেঃ-
# জিহ্বা পরিষ্কার
# লিভার প্রদেশে ব্যথা
# পেট ফাপা ও মোচড়ানো ব্যথা। সাথে বমি ভাব।
# হাত-পায়ের তলায় জ্বালা(সালফার) ও ব্যথা।
এটি শিশুদের উদারাময়ে ও কলিক ব্যথায় উৎকৃষ্ট ঔষধ।
No comments:
Post a Comment