Kali Bichrom
প্রদর্শক লক্ষনঃ-
০১. যে কোন শ্লৈম্মিক ঝিল্লীর পীড়া তৎসহ চিমড়ে দড়ির মত লেগে থাকা শ্লেম্মা, টানলেদঢ়ির মত লম্বা হয়। যা নাক(সুতার মত পুরাতন সর্দি), মুখ, গলাকোষ, স্বরযন্ত্র, কন্ঠনালী, শ্বাসনালী, যোনি ও জরায়ূ থেকে নির্গত হয়।
০২. শ্লৈম্মিক ঝিল্লীর উপর জেলির মত শ্লেম্মাসঞ্চার।তাতে ক্ষত জন্মায়, গোলাকার ছেনি দিয়ে কাটার ন্যায় গভীর ক্ষত এবং এর কিনারা সমান।যেমন গলার ভিতর এরূপ ক্ষত।
০৩. স্থান পরিবর্তনশীল বেদনা, তা সহসা উপস্থিত হয় আবার সহসা চলেও যায়।ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে বেদনা, স্থানগুলো এত ছোট যে আঙ্গুলের ডগা দিয়ে ঢেকে ফেলা যায়।বিশেষত সবমন শীরপীড়া, যার পূর্বে দৃষ্টিহীনতা দেখা দেয়(অনেকগুলো ঔষধে এরূপ শীরপীড়া আছে তবে এটি প্রধান)।বেদনা শুরু হবার সাথে সাথে তা চলে যায়।
No comments:
Post a Comment