MM Merc Sol

Merc Sol

মার্ক সলের মন লক্ষনঃ-
কাল্পনিক ভয়, মনে করে মাথা বড় হচ্ছে, মাথা খারাপ হবে । মন খুব খারাপ হয়, সন্ধায় ও রাতে, বাইরে যেতে চায় পালাতে চায়, এদিকে গৃহকাতরতা ও কম নয়।দ্রত কথা বলা, অবিরাম গোঙানি, বোকার মত বিরক্তিকর কার্যকলাপ, উত্তেজিত ঝগরাটে স্বভাব। 

রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘামে বৃদ্ধি, ঘাম সর্বাঙ্গে সমান।ঘামে আসটে গন্ধ থাকে।রোগীর গা থেকেও একপ্রকার গন্ধ বেরোয়।।রক্তহীনতা সহ হাত, পা, মুখ ফুলে উঠে, শোথ। এর আক্রমণ রাত্রেয় বৃদ্ধি পায়।শয্যার উত্তাপে বৃদ্ধি পায় এবং ঘুমে উপশমের পরিবর্ত্তনে বৃদ্ধি।এই বৃদ্ধি লক্ষণ পেলে যে কোন রোগে মার্কসলের কথা চিন্তা করা যেতে পারে। জিহ্বা রসাল তারপরও খুব জলের পিপাসা।জিহ্বা ফোলা এবং দাঁতের দাগ। (জিহ্বা শুষ্ক তারপরও রোগীর পিপাসা নেই- পালস)

মার্কসলে রাতে বৃদ্ধি অতিশয় কুন্থন , জিহ্বার স্ফীতি ,ঋতুকালে স্তন ব্যথা রোগী মনে করে তার স্তনে ক্ষত হবে , উপদংশ,বিদাহীস্রাব । হ্যাঁ ডান পাশ্বে শুইলে বৃদ্ধি। মাকসলের রোগী।তবে ল্যাক ক্যানে ঋতুকালে গলা ব্যাথা আর কেলি কার্বে পিঠে ব্যথা ।ঋতূকালে স্তনে ব্যথা, কাঠিন্য ও স্ফীতি কোনিয়ামেরও লক্ষন।
এই লক্ষন ল্যক ক্যন ও ক্যলিকার্বে ও আছে আছে । তবে ল্যাক ক্যানে ঋতুকালে গলা ব্যাথা আর কেলি কার্বে পিঠে ব্যথা । সকল প্রকার ক্ষতরোগে বিশেষত উপদংশ ক্ষতে মার্ক সল প্রধান ।কোমল ক্ষতে (সপ্টস্যাংকারে)ম্রর্ক সল ।আর কঠিন ক্ষতে হার্ডস্যাংকারে মার্ক আইওড অধিকতর ফলপ্রদ । উপদংশে নাই এসিডের সংগে মার্কের তুলনা করা আবশ্যক।

সকল প্রকার ক্ষতরোগে বিশেষত উপদংশ ক্ষতে মার্ক সল প্রধান। কোমল ক্ষতে (সপ্টস্যাংকারে)ম্রর্ক সল ।আর কঠিন ক্ষতে হার্ডস্যাংকারে মার্ক আইওড অধিকতর ফলপ্রদ।উপদংশে নাই এসিডের সংগে মার্কের তুলনা করা আবশ্যক। প্রতিরক্ষা ক্ষমতা কমে যাওয়ার জন্য মার্কসলের রোগী সব কিছুতেই অনুভূতিশীল হয়ে পড়ে। সব রোগীর রোগ লক্ষণ সব কিছুতেই বাড়ায়- তাপ,ঠান্ডা,বাইরের পরিবেশ,ভিজে আবহাওয়া, আবহাওয়ার পরির্বতন, বিছানার গরমে,ঘাম,বেড়িয়ে বেগানো,বিভিন্ন ধরনের খাবার -অন্য দিকে খুব অল্প কিছৃতেই কমে - খুব কম জিনিসই রোগী নিতে পারে যাতে আরামদায়ক হয়, রোগী সবকিছুই সহ্য করার ক্ষমতা অত্যন্ত কম আছে-; এই ধরনের রোগী অত্যন্ত অল্প দূর থেকো আসা তাপে আরাম অনুভব করে অথচ হাল্কা কাপ বা হাল্কা ঠান্ডায় অস্বস্তি অনুভব করে। তাপ ও ঠান্ডায় বৃদ্ধি যা মার্কসলের চরিত্রগত বৈশিষ্ট।

১।মার্কের প্রথান একটি লক্ষন রাত্রিকালে /সয্যার উত্তাপে বৃদ্ধি, এলক্ষন লিডাম ও, আর্সেও ইহার সমগুন ।প্রভেদ কি কি কেহ আলোচনা করবেন কি?
২।কুন্থনে ।অতিশয় কুন্থন সহ শেওলা শেওলা রক্তাক্ত আম যুক্ত মল নিঃসরন মার্কের একটি বিশিষ্ট লক্ষন ।এলক্ষনে মার্ক কর ইহার ঘনিষ্ট সমলক্ষন। আবার নাক্স ও পডো তে এ লক্ষনের মিল পাওয়া যায় ।ইহাদের প্রভেদ কিভাবে নিরুন করা হয়?
৩।মুখের ঘা এ বোরাক্সের সংগে তুলনা হয় ।

সাইলিসিয়ার আগে ও পরে দেওয়া নিষধ।
এ্যান্টি সোরিক, এ্যান্টি সাইকোসিস, এ্যান্টি সিফিলিটিক।
ঠান্ডা গরম দুইটায় অসহ্য।
(কিন্তুু শীত কাতর)
বিষমগুন-অরম, নাই এ, সালফ. এমো কা, বেল, কর্বো ভে, চায়না, ডাল, হিপা, ক্যালি আ, ওপি ,সার্সা, ষ্টাফি ,থুজা , ষ্ট্রামো ,সিপি ,সাইলি । 
অনুপুরক -ব্যাডিয়েগা ।
মারকিউরাসের সমগুন - আইও, আর্স, পডো, ফাইটো ।
মার্কসল ঔষধটি পর পর শক্তিতে ব্যবহার না করে, অর্থাৎ ২০০ এর পরে 1M না দিয়ে বরং দুটো পাওয়ারের মাঝখানে আরেকটি অগভীর ক্রিয়াশীল ঔষধ প্রয়োগ করা উচিত।

No comments:

Post a Comment